Home / বিনোদন / ‘কেউ যদি সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট টেনে ছিঁড়ে দেব।’-শাহরুখ খান

‘কেউ যদি সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট টেনে ছিঁড়ে দেব।’-শাহরুখ খান

বাবা হিসেবে শাহরুখকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। তিনি যে একজন আদর্শ বাবা তা অনেক আগেই প্রমাণ করেছেন। এই তো সম্প্রতি ‘কফি উইথ করণের এসেছিলেন শাহরুখ খান।

আর সেখানে তিনি বলেছিলেন, ‘কেউ যদি সুহানাকে চুমু খেতে চায়, আমি তার ঠোঁট টেনে ছিঁড়ে দেব।’ বলিউড বাদশার এই উক্তি থেকেই স্পষ্ট যে সুহানা সম্বন্ধে ঠিক কতটা ‘পজেসিভ’ তিনি। তাই মেয়ে যতই বড় হোক না কেন এখনও মেয়ের বয়ফ্রেন্ডদের নিয়ে যথেষ্ট ভেবেচিন্তেই পা ফেলতে চাইছেন শাহরুখ।

হানি সিং, রাফতার ও বাদশা নিষিদ্ধ!

কিন্তু রোমান্স কিং খ্যাত এই অভিনেতার মেয়ের সঙ্গে প্রেম তো আর চারটি বিষয় নয়। তবে মেয়ের সঙ্গে কেউ যদি ডেট করতে চায় তাহলে আপত্তি করবেন না শাহরুখ। তবে এ জন্য মানতে হবে সাতটি শর্ত।

সম্প্রতি একটি ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন শাহরুখ। এতে নিজের জীবন থেকে শুরু করে তার মেয়ে এবং তিনি যে সকল অভিনেত্রীর সঙ্গে অভিনয় করেছেন সব বিষয়েই আলোচনা করেছেন। এছাড়া নারীবাদ নিয়েও কথা বলেন এ অভিনেতা। সাক্ষাৎকারে মেয়ের সঙ্গে কেউ ডেট করতে চাইলে কী কী শর্ত পালন করতে হবে তা জানিয়েছেন তিনি।

সুমাইয়া শিমুর সঙ্গে ওরা কারা?

মেয়ের হবু প্রেমিকের উদ্দেশ্যে শাহরুখ শর্ত দিয়ে বলেছেন,

– ভাল চাকরি বা যে কোনও ভাল কাজ করতে হবে।

-সব সময় মাথায় রাখবে, আমি (শাহরুখ খান) তোমাকে পছন্দ করি না।

-মনে রাখবে, আমি সব জায়গায় আছি।

-একজন আইনজীবীকে সব সময় সঙ্গে রেখো।

-ও আমার রাজকন্যা এবং তুমি ওকে জয় করোনি।

-আমি সুহানার জন্য আবার জেলে যেতে রাজি আছি।

-তুমি ওর সঙ্গে যেমন ব্যবহার করবে আমিও তোমার সঙ্গে ঠিক তেমন ব্যবহার করব।

Loading...

Check Also

সালমান শাহ শাবনূরের অ্যাবরশান (গর্ভপাত) করিয়েছিলেন – লাইভে বললেন রুবি

সালমান শাহ শাবনূরের অ্যাবরশান – সালমান শাহ মৃত্যু রহস্য ইস্যুতে একের পর এক নতুন নতুন …

সালমান শাহের মৃত্যুর আলামত পাওয়া গেছে, দেখুন সম্পুর্ন ভিডিও

মাজিক সচেতনতা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। দেখুন তার পর মন্তব্য করুন পরবর্তী আপডেট পেতে পেইজ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *