Home / আন্তর্জাতিক / পুত্রবধূকে প্রকাশ্যে চুমু শ্বশুরের (ভিডিও)

পুত্রবধূকে প্রকাশ্যে চুমু শ্বশুরের (ভিডিও)

১২০ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরে প্রবাসী মুসলিমদের জন্য মসজিদ

পুত্রবধূ হলেন কন্যাসমা৷ কিন্তু শ্বশুরের কাণ্ড দেখলে চোখ কপালে ওঠার জোগার৷ তবুও ভাগ্য হল এই চিত্র আমাদের দেশের নয়, চিনের৷ সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি মধ্য চিনের হান্নান প্রদেশের একটি গ্রামের বলে জাবি করা হয়েছে৷ ওই ঘটনার সময় কোনও এক ব্যক্তি মোবাইলে ভিডিও তোলেন যেটি পরে ইন্টারনেটে ছড়িয়ে পড়ে৷

ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পর্ব মিটে যাওয়ার পর বর বউ হাত ধরে দাঁড়িয়ে রয়েছে৷ আচমকাই শ্বশুরমশাই সেখানে পৌঁছে বউমার হাত ধরে নিয়ে এলেন, তার পরে বউমার কাঁধে হাত রেখে সপাটে তার ঠোঁচে চুমু খেলেন৷

জানা গিয়েছে, শ্বশুরমশাই তার এক বন্ধুর সঙ্গে ভারতীয় মুদ্রায় ১ লক্ষ টাকার বাজি ধরেছিলেন৷ সেকারণেই তিনি পুত্রবধূর ঠোঁচে চুমু খান৷ পুত্রবধূ এমন বাজিতে নারাজ হলেও অনুষ্ঠানে উপস্থিত বাকীরাই তাকে তার শ্বশুরের দিকে ঠেলে দেয়৷ যদিও বাজিতে জেতা এক লক্ষ টাকা বউমাকেই উপহার দিয়েছেন শ্বশুর৷ তবে শ্বশুরের এই কীর্তিকে ধিক্কার জানিয়েছেন অনেকেই৷ সোশ্যাল মিডিয়ায় চলছে নিন্দা৷

যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হলো বিশ্বের সর্বোচ্চ সেতু

ভিডিওটি

Check Also

স্ত্রীর কথা বলতে গিয়ে কাঁদলেন ওবামা

৮ বছর পর আজ ফের কাঁদবেন ওবামা! বিদায়ী ভাষণে স্ত্রী ও সন্তানদের কথা বলতে গিয়ে …

৮ বছর পর আজ ফের কাঁদবেন ওবামা!

যৌন উত্তেজক ওষুধ খেয়ে মৃত্যু! টানা দুই মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকার পর মার্কিন প্রেসিডেন্ট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *