Home / অবাক পৃথিবী / মঙ্গলে বিশালাকৃতির চামচ!

মঙ্গলে বিশালাকৃতির চামচ!

৭৩ বছরের দাম্পত্য জীবন, জুড়ে দেওয়া হলো হাসপাতালের দুই বিছানা

মঙ্গল গ্রহে প্রাণের অস্তিত্বের পক্ষে এখনো জোরালো কোনো প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি এই লাল গ্রহে একটি বিশাল আকৃতির চামচের সন্ধান পাওয়া গেছে। এলিয়েনের (ভিনগ্রহবাসী) ব্যাপারে কৌতূহলীদের বিশ্বাস, এই চামচ আবিষ্কারের মাধ্যমে তারা মঙ্গলে প্রাণের অস্তিত্বের ব্যাপারে গুরুত্বপূর্ণ সূত্র পেয়েছে।

নাসার রোভার থেকে পাঠানো ফুটেজে দেখা গেছে, ভূপৃষ্ঠের মতো লাল গ্রহের বালির ওপর তৈজসপত্র পড়ে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে মঙ্গলে পাওয়া এটা দ্বিতীয় ‘চামচ’। মঙ্গলে প্রাণের অস্তিত্বে বিশ্বাসীদের দাবি, এটিই মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রমাণ হতে পারে।

চামচের সঙ্গে আংটি ও দস্তানার মতো বস্তুর সন্ধান পাওয়া গেছে। ইউটিউবে ইউএফও হান্টার অ্যাকাউন্টে পোস্ট করার পর ভিডিওটি প্রথমবারের মতো নজরে আসে। ভিডিওতে বর্ণনা করা হয়, ‘মঙ্গলে একটি বড় আকারের চামচ পাওয়া গেছে! এই বস্তু আশ্চর্যজনক! সম্ভবত হারানো সভ্যতা থেকে পাওয়া।’

কয়েকজন ইউটিউব ব্যবহারকারী এই আবিষ্কারে বিস্ময় প্রকাশ করেছেন। একজন বললেন, ‘বাহ, এটি সম্ভবত প্রাকৃতিক নয়, এটা কোনো বস্তু হতে পারে।’

অন্য আরেকজন বলেন, ‘মঙ্গলে দ্বিতীয় চামচের সন্ধান পাওয়া বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের একটি নিদর্শন হতে পারে।’

যাই হোক, অনেকে এ ব্যাপারে সন্দিহান। তারা এটিকে একটি দৃষ্টিবিভ্রম হিসেবে দেখছে। একজন বলেন, ‘ আমরা যা দেখতে চাই সেটাই আমরা দেখি। অনেকে চা-পাতায় যিশুর মুখ দেখতে পান। অনেকে চাঁদে মানুষের অবয়ব দেখতে পান।’

ইউটিউব থেকে ৫ বছরের এই শিশুর আয় মাসে সাড়ে ৬ কোটি টাকা

Check Also

রহস্যময় দুই শিশু, সূর্য ডুবলেই শরীর অচল

মাটি খুড়তেই বেড়িয়ে এলো মাছ! কীভাবে সম্ভব? দেখুন ভিডিওটি দুই ভাই আবদুল রশিদ ও শোয়াইব …

মাটি খুড়তেই বেড়িয়ে এলো মাছ! কীভাবে সম্ভব? দেখুন ভিডিওটি

মাটি খুড়তেই বেড়িয়ে এলো মাছ! কীভাবে সম্ভব? দেখুন ভিডিওটি নতুন বিমানে ২০ মিনিটে লন্ডন থেকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *